Congress MLA Comment On Rape: কংগ্রেস নেতার মন্তব্য \'লজ্জাজনক\', \'কুরুচিকর\', সরব জয়া, স্মৃতিরা

2021-12-17 4

কর্ণাটকের কংগ্রেস নেতার ধর্ষণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে জয়া বচ্চন বলেন, সংসদ এবং বিধানসভার মধ্যেই যদি এই ধরনের মানুষ থাকেন, তাহলে আর পাঁচজনের চিন্তাধারা কীভাবে বদলাবে?  এই ধরনের মন্তব্য যাঁরা করছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। যা দেখে অন্য কেউ আর কখনও এই ধরনের ঘৃণ্য় মন্তব্য করার সাহস যাতে না পান, সে বিষয়ে পদক্ষেপ করতে হবে বলে মত প্রকাশ করেন জয়া বচ্চন।